শেখ নাদিম, বার্তা প্রতিনিধি:সামাজিক,মানবিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ হিউম্যান অর্গানাইজেশন এর পক্ষ থেকে অসহায়,দরিদ্র ও পথশিশুদের ঈদ উপহার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
আজ ১২ মে (২০২১) বুধবার বিকাল সাড়ে পাঁচটায় সীতাকুণ্ড রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঈদের জামা কাপড় বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে দেশের অসহায় মানুষ ও পথশিশুদের সংকটের কথা ভেবে তাদের মাঝে এই ঈদের উপহার বিতরণ চলে বলে জানা যায়।
ঈদ উপহার বিতরণ কার্যক্রম প্রসঙ্গে বাংলাদেশ হিউম্যান অর্গানাইজেশন সভাপতি বলেন,ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি।কিন্তু করোনা ভাইরাসের কারণে আর্থিক সমস্যার কারণে অনেকেই ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দিতে পারছেন না।পরিস্থিতি এমন মানুষ তিনবেলা খাবার যোগাড়ে হিমশিম খেতে হচ্ছে।তাই আমরা সেই সমস্ত পরিবারের সদস্যদের কথা ভেবে ঈদ উপহার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছি।সংগঠনের সামর্থ্য অনুযায়ী হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।এই সময় তিনি অসহায় ও গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল ধনাঢ্য ব্যক্তিদের আহ্বান জানান।