চীনে ফেরত যাচ্ছে সীতাকুণ্ডে আটকে পড়া ১৭ চাইনিজ

চীনে ফেরত যাচ্ছে সীতাকুণ্ডে আটকে পড়া ১৭ চীনা নাগরিক

এম কে মনির, সীতাকুণ্ড, চট্টগ্রাম


চট্টগ্রামের সীতাকুণ্ডে বঙ্গোপ্রসাগর উপকূলে একটি পুরাতন জাহাজে ৫ দিন ধরে আটকে থাকা ১৭ নাবিককে রাতে দেশে ফিরিয়ে নিচ্ছে চীন। ১২ ফেব্রুয়ারি বুধবার সকালে তাদের জাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে।

ঢাকায় চীনের দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, চট্টগ্রামের সীতাকুণ্ডের বঙ্গোপসাগর উপকূলে পুরাতন জাহাজে আটকা ১৭ চীনা নাগরিক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য সংস্থা ও চীনা দূতাবাসের সহায়তায় আজ রাতে দেশে ফিরে যাচ্ছে।

বার্তায় আরও জানা যায়, করোনাভাইরাস ইস্যুতে চীনাদের জন্য বাংলাদেশের অন অ্যারাভাইল ভিসা বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকে পড়েন।ফলে তাদের দেশে ফিরতে বিলম্ব হয়।

গত ২০ জানুয়ারি জাপানের পতাকাবাহী প্রায় ৯ হাজার ২০০ মেট্রিক টন ওজনের ইউনি হারভেস্ট নামের কার্গো জাহাজটি আসে চীনের উইফং বন্দর থেকে রওয়ানা দেয়। গত শনিবার ৮ ফেব্রুয়ারি বিকালে জাহাজটি সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ শিপইয়ার্ডে তোলা হয়। জাহাজটিতে ১৭ জন চীনা নাবিক থাকায় তারা করোনাভাইরাস আক্রান্ত কি না এমন সন্দেহে তাদের জাহাজ থেকে নামতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পরবর্তীতে নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করে করোনা ভাইরাস মুক্তির নিশ্চিয়তা পাওয়া গেলেও তাদের জাহাজেই থাকতে হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top