বার্তাঃ দেশের সব প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের চলমান ছুটি আগামী ২২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। রবিবার (২৮ মার্চ) প্রাথমিকের ছুটি বাড়িয়ে আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাজমা শেখ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষে প্রাথমিক বিদ্যালয়ের চলমান ছুটি আগামী ২২ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময় শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে।