চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে এবং উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-২ আসনে প্রয়াত এমপি রফিকুল আনোয়ারের সন্তান সংরক্ষিত আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম-৩ আসনে মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ আসনে সাবেক এমপি আবুল কাশেম মাষ্টারের ছেলে ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এম এম আল মামুন, চট্টগ্রাম-৫ আসনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম-৮ আসনে বর্তমান সংসদ সদস্য নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম- ১০ আসনে মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ আসনে বর্তমান সংসদ সদস্য এম আবদুল লতিফ, চট্টগ্রাম-১২ আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনে বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনে আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ও চট্টগ্রাম-১৬ আসনে বর্তমান
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী নৌকার মনোনয়ন পাচ্ছেন। কক্সবাজার-১ আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সিআইপি, কক্সবাজার-৪ আসনে বর্তমান সংসদ সদস্য এবং সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহিন আক্তার চৌধুরী, কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর এবং খাগড়াছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকার মনোনয়ন পাচ্ছেন।