চট্টগ্রামে মাঠে ঢুকে মাশরাফিকে পা ছুঁয়ে ভক্তের সালাম

 

 

চট্টগ্রামে মাঠে ঢুকে মাশরাফিকে পা ছুঁয়ে ভক্তের সালাম

মাশরাফির জন্য ভক্তের মাঠে ঢুকে পড়ার খবর নতুন নয়। এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢুকে পড়ল মাশরাফির এক ভক্ত। শাস্তি হতে পারে জেনেও প্রিয় খেলোয়াড়কে ছুয়ে দেখার লোভ সামলাতে পারেনি এই ভক্ত। তাই ম্যাচ চলাকালীন সময়ে খেলোয়াড়কে পা ছুঁয়ে সালাম করে অভিবাদন জানাতে মাঠে ঢুকে পড়ে সে।

অল্প মূহুর্তের এই কাণ্ডে সাড়া দিয়েছিলেন খোদ খেলোয়াড়ও। তবুও বেশিক্ষণ মাঠে থাকা হয়নি ওই ভক্তের। মুহূর্তেই নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে গেছেন মাঠের বাইরে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে সিলেট সিক্সার্স। নিজেদের টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি। 

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইমাদ ওয়াসিমের স্পিনে বিভ্রান্ত হয়ে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তুলতে সমর্থ হয় ঢাকা ডমিনেটর্স।

ঢাকা ডমিনেটর্স একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), দিলশান মুনাবিরা, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ আরিফুল হক, উসমান গণি, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সালমান ইরশাদ, রবিন দাস।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকির হাসান, মোহাম্মদ হারিস, নাজমুল হোসেন শান্ত, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top