বার্তাঃ গতকাল বিকালে নগরীর হালিশহর ফইল্যাতলী বাজারে দিশারী যুব ফাউন্ডেশন হালিশহর শাখার উদ্যোগে পথিকদের মাঝে মাস্ক বিতরণ ও করোনা সচেতনতা অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এম.এ.এলাহী আরাফাতের সভাপতিত্বে সম্পূর্ণ হয় ।
দিশারীয়ান ইয়াছিন খায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকিন, ইফতি, জিহাদ, রনি, আরিফ, সুজন লিও তারেক আজিজ সহ হালিশহর শাখার নেতৃবৃন্দ।
তরুনদের এমন উদ্যোগের জন্য বিশিষ্ট সমাজ কর্মী লায়ন্স জেলা ৩১৫ বি৪ জোন চেয়ারপারসন কাজী আলি আকবর জাসেদ বিশেষ ধন্যবাদ জানান।
দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান এড: সরোয়ার লাভলু হালিশহর শাখাকে ধন্যবাদ জানান।
স্থানীয় ব্যবসায়ী গনের মাঝে সচেতন কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।