চট্টগ্রামে করোনায় শনাক্ত ৭৬, আরও ৫ মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ জনে। এদিকে চট্টগ্রামে লাখ ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। সবশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭৬ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২১ জনে।

সোমবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ২৫২ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এদের মধ্যে নগরীর ৫০ জন এবং ২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি পূর্বকোণকে জানান, চট্টগ্রামে মোট শনাক্তের মধ্যে নগরীর ৭২ হাজার ৭০২ জন এবং ২৭ হাজার ৪১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top