২০২৩ সালের চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) প্রথম দিনে চট্টগ্রামে অনুপস্থিত ১৬০৭ জন পরীক্ষার্থী।
রবিবার (৩০ এপ্রিল) আবশ্যিক বাংলা প্রথম পরীক্ষায় চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২১৬টি কেন্দ্রে ১ লাখ ৪১ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৩৯ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী।
এর মাঝে চট্টগ্রামে ৯৯ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৯৮ হাজার ৫৯৪ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৭৯ জন।
কক্সবাজারে ২১ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২১ হাজার ৪০৪ জন এবং অনুপস্থিত ছিল ২৮২ জন।
রাঙামাটি জেলায় ৭ হাজার ২৪৯ জনের মধ্যে অংশ নেয় ৭ হাজার ১৭৮ জন। অনুপস্থিত ছিল ৭১ জন পরীক্ষার্থী।
খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ১৮১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৭৩ জন এবং অনুপস্থিত ছিল ১০৮ জন।
বান্দরবান জেলায় ৪ হাজার ৬৯৭ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ৬৩০ জন এবং অনুপস্থিত ছিল ৬৭ জন পরীক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ সিভয়েসকে বলেন, ‘এবারের এসএসসি’র প্রথম দিনের বাংলা প্রথম পরীক্ষায় চট্টগ্রামে শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬০৭ জন। তাছাড়া অন্য সকল পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। সেইসাথে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।’