চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৬০৭

 

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৬০৭ 

২০২৩ সালের চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) প্রথম দিনে চট্টগ্রামে অনুপস্থিত ১৬০৭ জন পরীক্ষার্থী।

রবিবার (৩০ এপ্রিল) আবশ্যিক বাংলা প্রথম পরীক্ষায় চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২১৬টি কেন্দ্রে ১ লাখ ৪১ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৩৯ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী। 

এর মাঝে চট্টগ্রামে ৯৯ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৯৮ হাজার ৫৯৪ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৭৯ জন।

কক্সবাজারে ২১ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২১ হাজার ৪০৪ জন এবং অনুপস্থিত ছিল ২৮২ জন।

রাঙামাটি জেলায় ৭ হাজার ২৪৯ জনের মধ্যে অংশ নেয় ৭ হাজার ১৭৮ জন। অনুপস্থিত ছিল ৭১ জন পরীক্ষার্থী।

খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ১৮১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৭৩ জন এবং অনুপস্থিত ছিল ১০৮ জন।

বান্দরবান জেলায় ৪ হাজার ৬৯৭ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ৬৩০ জন এবং অনুপস্থিত ছিল ৬৭ জন পরীক্ষার্থী। 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ সিভয়েসকে বলেন, ‘এবারের এসএসসি’র প্রথম দিনের বাংলা প্রথম পরীক্ষায় চট্টগ্রামে শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬০৭ জন। তাছাড়া অন্য সকল পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। সেইসাথে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top