চট্টগ্রামে একলাফে করোনা শনাক্তের হার ৩৭.৩৬

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখি সংক্রমণ চট্টগ্রামে অব্যাহত রয়েছে এবং তা একদিনের ব্যবধানে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৩৬ শতাংশ। আগের দিনে তা ছিল ১৮ দশমিক ১৮ শতাংশ। তবে স্বস্তির খবর, এসময়েও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩১ জন নগরের বাসিন্দা; বাকি ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ১২১ জন এবং বাকি ৩৪ হাজার ৯৭৫ বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। বাংলাদেশে ভাইরাসটিতে প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর বাণিজ্যিক নগরী চট্টগ্রামে প্রথম কোন রোগীর শরীরে জীবাণু ধরা পড়ে একই বছরের ৩ এপ্রিল এবং ছয় দিন পর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top