ঘুম নেই ছাত্রলীগের সাধারন সম্পাদক জিলানীর: প্রতিবাদে বাড়তি ভাড়া ফেরত দিল যাত্রীদের, ক্ষমা চাইলেন ড্রাইভার-হেল্পার

বার্তা রাত ১০ টায়, হঠাৎ অপরপ্রান্ত থেকে ফোন এল সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এসএম রিয়াদ জিলান এর কাছে। অপরপ্রান্তের লোকটি ক্ষোভের সাথে অভিযোগ জানালেন সীতাকুণ্ড টু অলংকার রুটে প্রতিসীটে যাত্রী বসিয়ে, গাড়ি সংকট দেখিয়ে, কোন রকম স্বাস্থ্যবিধি না মেনে ভাড়া নেয়া হচ্ছে ১০০ টাকা করে। যা ডাবল ভাড়ার চেয়ে ডাবল। যাত্রীর এমন অভিযোগে চৌধুরীঘাটা এলাকায় তাৎক্ষণিক উপস্থিত হন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এস.এম. রিয়াদ জ্বিলান। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষনিক প্রতিবাদ জানানোর পর যাত্রীদের অতিরিক্ত টাকা ফেরৎ দেয় এবং সকল যাত্রীদের কিছে ক্ষমা চান ড্রাইভার হেল্পার।

অপরদিকে ছাত্রলীগের এমন কর্মকাণ্ডকে সীতাকুণ্ডের সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। চলমান সমস্যা সমাধানে প্রশাসনকেও এগিয়ে আসার আহ্ববান জানিয়েছেন ভূক্তভোগীরা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলান বলেন, আগামীকাল থেকে আমরা যতদিন পর্যন্ত এ সমস্যার সমাধান হবেনা ততদিন পর্যন্ত উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও মালিক সমিতির নেতৃবৃন্দ মাঠে থাকবেন। আমরা সাধারন মানুষের পক্ষে অধিকার আদায়ে লড়ব, যতদিন এভাবে চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top