গুলিয়া খালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বনভোজন সম্পন্ন। inbound2133003726 Full view

গুলিয়া খালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বনভোজন সম্পন্ন।

গুলিয়া খালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বনভোজন সম্পন্ন।

সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি

আজ ২৯ ফেব্রুয়ারি  শনিবার গুলিয়া খালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে, গুলিয়া খালী সমুদ্র সৈকতে শিক্ষক ছাত্র ছাত্রীদের নিয়ে বনভোজন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , দুই বারের সাবেক প্যানেল মেয়র বর্তমান ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের মেম্বার নুরুলআলম শফি। উপস্থিত ছিলেন , ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি ও গুলিয়া খালী সমুদ্র সৈকতের নিরাপত্তা কমিটির মফিজুর রহমান , যুবলীগ নেতা হাশেম সওদাগর , আবুল কালাম , সর্দার হাশেম । উক্ত বনভোজনে চেয়ার খেলা , বালিশ খেলা , গানের প্রতিযোগিতা , সহ বিভিন্ন ধরনের খেলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন করা হয়েছে। স্কুলের ২৫০ জন শিক্ষার্থীকে নিয়ে বনভোজনে ছিলেন আকর্ষণীয় নৌকা খেলা , সমুদ্র সৈকতে বিভিন্ন স্পটে প্রকৃতির রহস্য উদঘাটন সহ বিভিন্ন ধরনের আয়োজন।

Written by Jaynal Abedin

Leave a comment