গাউছিয়া কমিটি বাংলাদেশ, জোড়ামতল বাংলাবাজার শাখার উদ্যোগে হতদরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ

শেখ নাদিম, বার্তা প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের জোড়ামতল এলাকায় গাউছিয়া কমিটি বাংলাদেশ জোড়ামতল বাংলাবাজার শাখার উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

গত ২০ জুলায়২০২০ইং মাওলানা জাহাঙ্গির হুজুর সভাপতি এবং মুহাম্মদ জসিম সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।এরপর থেকে মাসিক ইসলামি তালিমসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে গাউছিয়া কমিটি ভূমিকা রেখে যাচ্ছে। বিভিন্ন সময় লাশের গোসল দাপন কাপনসহ গত মার্চে এক অজ্ঞাত লাশকে পরিবারের নিকট হস্তান্তর করে গাইছিয়া কমিটি। সন্তান হারা এক বাবাকে ৩০০০টাকা এবং মাস দুয়েক পরে ক্যান্সার আক্রান্ত এক মহিলাকে চিকিৎসার জন্য নগদ ১৫,৮০০টাকা হাতে তুলে দেয় গাউছিয়া কমিটি।ধারাবাহিকভাবে এই রমজানে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে ত্রান পৌছে দিয়েছে সংগঠনটি।এই সময় উপস্থিত ছিলেন,উপদেষ্টা মরহুম তফাজ্জল আহমদের সুযোগ্য সন্তান মুহাম্মদ ইফতেখার আহমদ জুয়েল সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক জসিম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক, লিয়াকত আলী, অর্থ সম্পাদক কামাল উদ্দিন সওদাগর, দাওয়াতে খায়ের বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আৃীর,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল মারুফ, দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন,ও অন্যান্য একনিষ্ঠ কর্মীবৃন্দ।
ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার আশা ব্যাক্ত করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ, জোড়ামতল বাংলাবাজার শাখা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top