মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি: ১৫ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ উত্তর সলিমপুর ইউনিয়নের জেলে পাড়ায় এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।
মাছ ধরার জাল ও দোকান পুড়ে যাওয়ার ঘটনায় বিষু দাস জানান, লাল মোহন দাস ও নির্মল দাসের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী গত ১৩ অক্টোবর সমুদ্রে মাছ ধরার সময় আমাকে বাঁধা প্রদান করে এবং আমার কাছে ২ লক্ষ টাকার চাঁদা দাবি করে। সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে একি দিনে আমার ঘরে বসত ঘরে হামলা চালায় এবং ভাঙচুর করে।এতে তাদের লাঠির আঘাতে আমার স্ত্রী শান্তা দাস ও আমি গুরুতর আহত হয়।গত বৃহস্পতিবার হামলায় জড়িত নির্মল দাস,লাল মোহন দাস,কৃষ পদ দাস,শয়ন দাস,নয়ন দাস,রাজিব দাস,সাজিব দাস,রতন দাস, ভোলানাথ দাস, তপন দাস,লতা বাঁশী দাস ও টিপু দাসকে আসামী করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি।
মামলার ব্যাপারে সন্ত্রাসীরা জানার পর ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এবং বৃহস্পতিবার গভীর রাতে আগুন দিয়ে তারা আমার দোকান ও দোকানের ভিতরে থাকা দুই লক্ষ টাকার মাছ ধরার জাল পুড়িয়ে দেয়। উপার্জনের শেষ সম্বল হারিয়ে এখন আমি নিঃস্ব হয়ে গেছি।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।