খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারে বাড়িয়ালার অভিনব পদ্ধতি !

সীতাকুণ্ড বার্তা;

রান্নায় ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্ষয়ক্ষতি কমাতে অভিনব পদ্ধতি গ্রহণ করেছেন খাগড়াছড়ি শহরের এক বাড়ির মালিক।

পৌর শহরের ৮নং ওয়ার্ডের নয়ন পুর এলাকায় পাঁচ তলা ভবনের এ বাড়ির প্রতিটি রান্নাঘরের বাহিরে দেয়ালে লোহার খাঁচা তৈরি করে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার।

অভিনব এ পদ্ধতি গ্রহণের ফলে সিলিন্ডার বিস্ফোরণ ঘটলেও ক্ষতি কম হবে ধারণা করছেন সংশ্লিষ্ট অনেকেই।

বাড়ির মালিক বিল্লাল হোসেন জানান, দেশের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানি ঘটে। দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ কমাতেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন।

বাড়িতে বসবাসকারী ভাড়াটিয়ারা ঘর ভাড়া একটু বেশি হওয়া সত্বেও নিরাপত্তার এ ব্যবস্থা দেখে ঘর ভাড়া নিয়েছেন বলে জানা যায় ।

ভাড়াটিয়া সেলিম মোল্লা জানান, রান্না ঘরের বাইরে গ্যাস সিলিন্ডার রাখার ব্যবস্থা রয়েছে দেখে আগ্রহী হয়েই এখানে উঠেছেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক দিদারুল আলম জানিয়েছেন, ঘরের ভেতর সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে প্রাণহানি সহ বড় দূর্ঘটনা ঘটে। সে ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থায় দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানি কমতে পারে। তবে বাহিরে দেয়ালে গ্যাস সিলিন্ডার ঝুলিয়ে রাখা এই প্রথম হওয়ায় এ নিয়ে পরীক্ষানিরীক্ষা করা যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top