কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শুভ উদ্বোধন

সীতাকুণ্ড পৌরসভার সুবিধাবঞ্চিত গরীব – অসহায় মানুষের স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করল কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

মঙ্গলবার ( ০১ মার্চ ) বেলা ১২ টায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন হাসপাতালটির শুভ উদ্বোধন ঘোষনা করেন ।

সীতাকুণ্ড পৌরসভার উত্তর বাইপাস এ হাসপাতালের শুভ উদ্বোধন উপলক্ষে হাসপাতালের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন , সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহাদাত হোসেন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম । এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোঃ নুরুল আলম দুলাল, সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর বৃন্দ, সীতাকুণ্ড পৌরসভার মহিলা কাউন্সিলর বৃন্দ, সীতাকুন্ড বাজার কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক

প্রধান অতিথি জনাব মোঃ শাহাদাত হোসেন বক্তব্যে বলেন ,সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন হাসপাতালকে ব্যবসায়ী উদ্দেশ্যে না ধরে মানবসেবায় ধরার জন্য, এবং সীতাকুণ্ড বাসীর জন্য হাসপাতালটি অনেক উপকারে আসবে বলে মনে করেন,

সীতাকুণ্ড পৌরসভার মেয়র ও কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম বক্তব্যে বলেন,

আজ থেকে পিছিয়ে পড়া সীতাকুণ্ড সকল সুবিধাবঞ্চিত মানুষরা সব ধরণের রোগের চিকিৎসা সেবা পাবেন এই হাসপাতালে এবং বলেন এই হাসপাতালটি গলা কাটা কোন প্রতিষ্ঠানে পরিণত হবে না ।

এ হাসপাতাল থেকে অসহায় গরীব রোগীদের স্বল্প খরচে বা ক্ষেত্র বিশেষে বিনা মুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে, হাসপাতালের সকল কর্তৃপক্ষকে তিনি অনুরোধ জানান সেবার মান বাড়িয়ে দেওয়ার জন্য এবং যথাযথভাবে সঠিকভাবেই সেবার উদ্দেশ্যে কাজ করার জন্য । তিনি আরও বলেন প্রয়োজনে সীতাকুন্ড প্রশাসন ও এমপি মহোদয়ের সহায়তা নিয়ে বেসরকারী সকল হাসপাতালের অনিয়মগুলো বন্ধ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top