সীতাকুণ্ড বার্তা।
আজ শনিবার (১২ ডিসেম্বর) ২০ইং জাতির পিতার সম্মান,রাখবো মোরা অম্লান”এই স্লোগানকে সামনে রেখে সকাল সাড়ে ১০ টার দিকে মানববন্ধন শেষে পরে উপজেলা হল রুমে এক প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয়।
সারা দেশের মত চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা, কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গচুর ও অবমাননার প্রতিবাদে উপজেলা গেইট সংলগ্ন এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়।
উক্ত প্রতিবাদ সভায় বঙ্গবন্ধুর প্রতি যেকোন অবমাননাকর কর্মকাণ্ড প্রতিহত করতে হবে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান এবং মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করতে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়,সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আশরাফুল করিম,সহকারী কমিশনার (ভূমি)মো: রাশেদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নুরুদ্দিন রাশেদ,উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শামীম আহমেদ,বীর মুক্তিযোদ্ধা মো:রফিকুল ইসলাম।