কুরআন শিখি হাদিস শিখি অনুষ্ঠান ।
সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি।
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ ইদিলপুর গ্রামে ‘সহীহ্ কুরআন শিখি, হাদীস শিখি’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিমাসের চতুর্থ শুক্রবার স্থানীয় চাঁন মিয়া শাহ জামে মসজিদে এই কর্মসূচি পরিচালিত হবে। মো. রাসেল হোসেন মিরাজের সহযোগিতায় ক্বারী মোহাম্মদ মাওলানা জাহেদুল ইসলাম ফারুকী এই কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। আগামি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদে এশারের পর এই কর্মসূচি শুরু হবে। এদিন হযরত মোহাম্মদ (স.) এর নামাজ বিষয়ে আলোচনা করা হবে বরে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মুসল্লিরা ইসলামী গজল ও ক্বেরাত পরিবেশন করেন। এরপর শুরু হয় মাওলানা মোহাম্মদ জাহেদুল ইসলাম ফারুকীর বিষয়ভিত্তিক আলোচনা। প্রতি মাসের এই কর্মসূচির সার্বিক সহযোগিতায় আছেন আলহাজ্ব সিরাজ-উদ-দৌলা ছুট্টু।