বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগর পাড়ে কুকুরের কামড়ে একটি চিত্রা হরিণের মৃত্যু হয়েছে।
মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদ হোসেন নিজামী বাবু বলেন, গতকাল সন্ধ্যায় উপকূলীয় বন থেকে একটি চিত্রা হরিণ মুরাদপুর গুলিয়াখালী সাগর পাড়ে চলে আসে। এ সময় সাগর পাড়ে থাকা এক দল কুকুর হরিণটিকে দেখে আক্রমণ করেন। কুকুরের ধাওয়ায় দিশেহারা হরিণটি সাগর পাড়ের চারদিকে ছুটতে থাকেন। একপর্যায়ে কুকুরগুলো হরিণটিকে ধরে কামড়াতে থাকেন। এ ঘটনার পর বনবিভাগের কর্মকর্তাদের খবর দিলেও দীর্ঘ ৪ ঘন্টায়ও তারা আসেনি।
এ বিষয়ে সীতাকুণ্ডে উপকূলীয় রেঞ্জ অফিসার মো. কামাল হোসেন বলেন, আসলে হরিণের মৃত্যুর খবর আমরা একটু দেরিতে পেয়েছি। তবে এ ঘটনার খবর পেয়েই সেখানে আমার একজন বিট অফিসারকে পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।