বাংলাদেশে প্রতিদিন করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ সনাক্ত হয়েছে সাড়ে তিন হাজারের উপরে। টেস্টের সংখ্যা আগের চেয়ে দ্বিগুন বেড়েছে, তাই স্বভাবতই সংক্রমণ সনাক্তের সংখ্যাও বাড়ছে। তবে শংকার কারণ হচ্ছে সংক্রমণ হারের ঊর্ধ্বগতি। আজ যা ছিল প্রায় ১৪ শতাংশ।
আরটি-পিসিআর এবং রেপিড এন্টিজেন টেস্ট মিলিয়ে আজ টেস্ট হয়েছে প্রায় ২৬ হাজার। এর ভেতরে তিন-চার হাজার টেস্ট করা হয়েছে মুজিববর্ষ উপলক্ষে নিয়জিত বিভিন্ন সেক্টরের কর্মীদের এবং আরো কয়েক হাজার বিদেশগামীদের। এদের ভেতরে বেশীরভাগ টেস্ট রিপোর্টই আসবে নেগেটিভ। এই সংখ্যাটি বাদ দিলে প্রকৃত সংক্রমণের হার বেড়ে ২০ শতাংশে পৌঁছুতে পারে।
করোনা আক্রান্তের হার বাড়লে, মৃত্যু সংখ্যাও বাড়বে। তবে মৃত্যু সংখ্যার বৃদ্ধিটি দেখা যায় আক্রান্ত সংখ্যা বৃদ্ধির ৭ থেকে ১৪ দিন পর। যেভাবে আক্রান্তের হার বাড়ছে এবং শহরের হাসপাতালগুলোতে আইসিইউ বেড ভরে যাচ্ছে, তাতে আমার ধারণা এপ্রিলের প্রথম দুই সপ্তাহে প্রতিদিনের মৃত্যু সংখ্যা ২০০ কে ছাড়িয়ে যেতে পারে।
এই মূহূর্তে দরকার কঠোর মিটিগেশন ব্যাবস্থা জোরদার করা।
ড. খোন্দকার মেহেদী আকরাম,
এমবিবিএস, এমএসসি, পিএইচডি,
সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট,
শেফিল্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য।