চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় ১ হাজারের বেশি মানুষ মারা গেলেন।
চট্টগ্রামে মোট করোনা সংক্রমণের ৩৯ দশমিক ৪৭ শতাংশই শনাক্ত হয়েছে গত জুলাই মাসে। এই মাসে শনাক্ত হয় ২৩ হাজার ১৯৫ জন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, গত জুলাই মাসে মোট নমুনা পরীক্ষা করা হয় ৬৭ হাজার ৯১০টি। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৯৫ জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন ২৬১ জন। গত ৩০ জুলাই সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয় চট্টগ্রামে। এইদিন শনাক্ত হয় ১ হাজার ৪৬৬ জন। অন্যদিকে গত ২৭ জুলাই সবচেয়ে বেশি মৃত্যু হয় চট্টগ্রামে। এইদিন মৃত্যুবরণ করেন ১৮ জন।
দফায় দফায় লকডাউন উঠিয়ে মানুষের চলাচলের সুযোগ তৈরি করা এবং মানুষের মধ্যে অসচেতনতা সংক্রণের হার বাড়ার পিছনে কারণ বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।