করোনার লকডাউন এ দুস্থদের পাশে সীতাকুণ্ডের প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ

করোনার লকডাউন এ দুস্থদের পাশে সীতাকুণ্ডের প্রশাসন আর রাজনৈতিক নেতৃবৃন্দ।

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড পৌরসভায় উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রয়ের নেতৃত্বে দিনমজুর ও দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ।
আজ ২৮ মার্চ শনিবার বিকাল থেকে সীতাকুণ্ড উপজেলায় প্রথম পর্যায়ে ০১ টি পৌরসভা ও ৩ টি ইউনিয়নে সরকারীভাবে নিম্নবিত্ত পরিবারের মধ্যে ১০ কেজি চাল ১/২ কেজি ডাল, ০১ কেজি আলু বিতরণ করা হয়েছে।প্রথম পর্যায়ে ১২০০ গরীব দুঃখী পরিবার এই সুবিধা ভোগ করবেন। এছাড়া বেসরকারি সহায়তায় আরো ৫০০ পরিবারের জন্য মানবিক সহায়তা (০৫কেজি চাল+০১কেজি ডাল+০১কেজি আলু+১/২ লিটার তেল+১/২ কেজি পেঁয়াজ+চা+গুঁড়া দুধ প্রদান করা হয়।প্রথম পর্যায়ে মোট ১৭০০ পরিবার এই মানবিক সহায়তার আওতাভুক্ত হলেন।

পৌরসভায় বিতরণে সমন্বয় করেন পৌরপিতা বীরমুক্তিযোদ্ধা মেয়র বদিউল আলম। বিতরণ কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ,১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ভুইঁয়া, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো আজাদ,দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি নাহিদ চৌধুরী, সি প্লাস টিভির সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু সহ অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top