সীতাকুণ্ড বার্তা;
কুমিরা গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক ,সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও সীতাকুণ্ড ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, সীতাকুণ্ড উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সনাতনী সম্প্রদায়ের প্রাণের স্পন্দন পরোপকারী বিশিষ্ট সমাজসেবক শ্রীযুক্ত বাবু রণজিৎ কুমার সাহা দীর্ঘ ২২ দিন করোনার সাথে যুদ্ধ করে অবশেষে আজ শনিবার রাত ৯:১০মিনিটে -এ ঢাকা স্কয়ার হাসপাতালে শেষে নিশ্বাস ত্যাগ করেন। ‘ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু’। মৃত্যুকালে তিনি স্ত্রী ছাড়াও দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আগামীকাল রবিবার সকাল ৭টায় কলেজ রোডের বড়বাজার এর সামনে উনার মরদেহ রাখা হবে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য।
প্রভাষক রনজিত কুমার সাহার মহাপ্রয়াণে সীতাকুণ্ডে শোকের ছায়া বয়ে যাচ্ছে। সামাজিক গণযোগাযোগ মাধ্যমগুলো ভরে যাচ্ছে শোকবার্তায়।
সীতাকুণ্ড বার্তা প্রিয়মুখ রণজিৎ কুমার সাহার বিদেহী আত্মার সদগতি কামনা করছে এবং উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।