এ শহরটা যেন স্বার্থের এক যুদ্ধক্ষেত্র
যে যেভাবে পারছে নিজের স্বার্থে এ শহরটাকে গিলে খাচ্ছে।
সাথে গিলে খাচ্ছে ভুক্তভোগী সেই আম-জনতাকে
তাদের স্বার্থের কাছে প্রতিনিয়ত হার মানছে লাখো মানুষের স্বপ্ন, ইচ্ছে, আকাঙ্ক্ষা।
পরিবার থেকে শুরু করে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাই যেন আজ স্বার্থের জগতে পাড়ি জমিয়েছে।
আর,
চিত্ত-বিত্ত, শৌর্য-বীর্য সম্পূর্ণ মানুষগুলো হার মেনেছে নিরন্তন স্বার্থের কাছে।
প্রিয় বন্ধুটিও স্বার্থের কাছে সদা দুর্বল।
বিশ্বাস করো,
তোমায় কাছে পেলে আমার স্বার্থরা উড়াল দেয় অসীম আকাশে।
আমার ভালবাসা গুলো ধরা দেয় তোমাতে।
কারণ, আমি তোমায় স্বার্থহীন ভাবে চাই
পরিবার, সমাজ, রাষ্ট্র যেখানে স্বার্থ নিয়ে ব্যস্ত,
ঠিক সেখানে আমি তোমায় উদ্দেশ্যহীন হয়ে ভালোবাসি।