কক্সবাজার পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী।
সোমবার (১২জুন) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার পাবরিক লাইব্রেরী শহীদ সুভাষ সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কক্সবাজার জেলার নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।
ঘোষিত বেসরকারি ফলাফলে মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ২৮০৬২ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ২৪৬৯৯ ভোট।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী বলেন, এখন থেকে কারো প্রতি তার কোনো ক্ষোভ নেই। পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসেদুল হক রাশেদ ও তার বাবার প্রতি সম্মান অটুট থাকবে। সকলের অংশগ্রহণে কক্সবাজারকে আরও উন্নত ও স্মার্ট শহর হিসেবে গড়ে তুলবো।