কক্সবাজারে ডাম্পারের ধাক্কায় সীতাকুণ্ড ডিগ্রি কলেজের সাবেক ছাত্র নিহত

কক্সবাজারের রামুর মরিচ্যা এলাকায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মোহাম্মদ হোসাইন নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রামু উপজেলার তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন দীর্ঘ দিন চট্রগ্রাম সীতাকুণ্ডে অবস্থান করেন,তিনি সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় এস.এস.সি এবং সীতাকুণ্ড ডিগ্রি কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন,পরবর্তীতে তিনি কক্সবাজার সিটি কলেজে ভর্তি হয়েছে।তার এই মৃত্যুতে চট্টগ্রাম সীতাকুণ্ডে শোকের ছায়া নেমেছে।

বর্তমানে তিনি কক্সবাজার সিটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ও টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকার মো. আবু সোলেমান ভুলুর একমাত্র ছেলে। এ ঘটনায় আহত হয়েছে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেছবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাম্পারের ধাক্কায় কলেজছাত্র মারা গেছে শুনেছি। তবে গাড়িটা দ্রুত চলে যাওয়ায় জব্দ করা সম্ভব হয়নি। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হোসাইনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top