উৎসবমুখর পরিবেশে সীতাকুণ্ডে গণটিকা কার্যক্রম

অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সীতাকুণ্ডের সবগুলো ইউনিয়ন ও পৌরসভায় শেষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের গণটিকা কার্যক্রমের প্রথম দিন।

ফলপ্রসূ এ গণটিকা কার্যক্রমকে সাফল্যমন্ডিত করতে সার্বিক দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতা প্রদান করেছেন উপজেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম-৪ আসন (সীতাকুণ্ড) এর এমপি আলহাজ্ব দিদারুল আলম মহোদয়, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম আল মামুন মহোদয়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম মহোদয়, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ ও স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সকলে।

দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিকা গ্রহণ করছেন স্থানীয় জনগণ

গণটিকা কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব নুর উদ্দিন রাশেদ, এসি (ল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইকবাল হাসানসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা/কর্মচারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top