উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রয় কে নারী উন্নয়ন ফোরামের স্মারকলিপি প্রদান

জয়নাল আবেদীন:সীতাকুণ্ড উপজেলা নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে ইউএনও মিল্টন রয় কে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২২ সেপ্টেম্বর(২০২০) মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নারী ফোরামের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী সহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মাননা স্মারক প্রদানের বিষয়ে ফোরামের সভানেত্রী জয়নব বিবি জুলি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পর্যায়ে নারী নেতৃত্বকে দৃশ্যায়ন করতে এবং নারী ক্ষমতায়ন প্রতিষ্ঠায় মহিলা ভাইস চেয়ারম্যানের পদ সৃজন করেছেন। এছাড়াও উপজেলা পর্যায়ে নারী উন্নয়ন ফোরাম উপহার দিয়েছেন। উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কর্মকান্ডে নারী বৈষম্য দূর করতে পরিপত্র জারি করে এডিবির ৩% বরাদ্দ এবং ২৫% প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।সেই নির্দেশনা সকল উপজেলায় কার্যকর হচ্ছে না।যার ফলে সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় নারী উন্নয়ন ফোরামের মাধ্যমে প্রতিটি উপজেলার নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।সেই ধারাবাহিকতায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রয় কে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top