ঈদে ৫ দিনে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ১৫ কোটি টাকা

মুন্সীগঞ্জ প্রতিনিধিঈদের আগে ও পরে পাঁচ দিনে পদ্মা সেতুতে ১৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্রিজ অ্যাসোসিয়েশন (বিবিএ) ওয়ের পোর্টাল।

বুধবার (১৯ এপ্রিল) থেকে রোববার (২৩ এপ্রিল) পর্যন্ত এ রাজস্ব আয় হয়। এ সময় যানবাহন পারাপর হয়েছে এ লাখ ৪৪ হাজার ২৮৬টি। 

বিবিএ’র ওয়েব পোর্টার জানায়, সরকার ২০ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করলেও সেতুতে যানবাহনের চাপ তারও আগে থেকে বেড়েছে। ১৯ এপ্রিল এ সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে ২৪ হাজার ১৩৫টি। এ থেকে টোল আদায় হয়েছে তিন কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ২০০ টাকা। ২০ এপ্রিল যানবাহান পারাপার হয়েছে ৩৪ হাজার ২৬৮টি। এদিন টোল আদায় হয়েছে তিন কোটি ৭৩ রাখ ৪৮ হাজার ৪০০ টাকা। ২১ এপ্রিল ঈদের আগের দিন টোল আদায় হয়েছে সব চেয়ে বেশি। এ দিন বিভিন্ন প্রকার যানবাহন পারাপার হয়েছে ৩৫ হাজার ৫২৪টি। এ সময় টোল আদায় হয়েছে তিন কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা।

তবে সব চেয়ে কম টোল আদায় হয়েছে ঈদের দিন ২২ এপ্রিল। এদিন যানবাহন পারাপার হয়েছে ২৩ হাজার ৮৪০ এবং  টোল আদায় হয়েছে এক কোটি ৮১ লাখ ৬০ হাজার ৫০ টাকা। ঈদের পরের দিন ২৩ এপ্রিল এ সেতু দিয়ে যানবাহান পারাপার হয়েছে ৩৬ হাজার ৫১৯টি। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬০ লাখ ৩ হাজার ৮০০ টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top