সীতাকুন্ড বার্তা
ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণকে অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। মঙ্গলবার সকালে এক টুইট বার্তায় খোমেনি এই আহ্বান জানান।
টুইট বার্তায় খোমেনি বলেন, গাজার মত পশ্চিম তীরেও জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে হবে। আর এর মাধ্যমেই ফিলিস্তিনি জনগণের কষ্ট দূর হতে পারে। ওই টুইটে ইসরাইলিদের শয়তান এবং নেকড়ে বলেও আখ্যায়িত করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি।
গত রবিবার ইসরাইল নতুন ঐক্যের সরকার শপথ নিয়েছে। সাবেক প্রতিদ্বন্দ্বী বেন্নি গ্যান্টজকে নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের পার্লামেন্টে এ শপথ অনুষ্ঠিত হয়। নতুন সরকারে শপথ নিয়েই ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ এবং সেখানে ইসরায়েলি সার্বভৌম ক্ষমতার অঙ্গীকার করেছেন নেতানিয়াহু। সুত্র: ডেইলি মর্ণিং