শর্তসাপেক্ষে ইরানের সঙ্গে সৌদি আরব আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। বুধবার তিনি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।
বিন ফারহান বলেন, আমরা ইরানের সঙ্গে আলোচনাকে স্বাগত জানাই, তবে শর্ত হলো- বিভিন্ন গোষ্ঠীর প্রতি সহিংসতামূলক সহযোগিতা বন্ধ করতে হবে।
ইরানি গণমাধ্যম বলছে, তিনি এমন সময় এই অভিযোগ করলেন যখন সৌদি আরব প্রতিবেশী দেশ ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে এবং আইএসসহ বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্বের অনেক দেশ ইরানের সঙ্গে আমাদের আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের জন্য প্রস্তাব দিচ্ছে। আমরা এ জন্য খুশি যে, ইরানের সঙ্গে সহিংসতা ও উত্তেজনা থেকে গোটা অঞ্চল বিরত থেকেছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ বলেন, তারা সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছে।