শেখ নাদিম, বার্তা প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসভা ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী সুরাইয়া বাকের।
আজ ১১ মে (২০২১) মঙ্গলবার রাত ৯ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুইয়ার নিজ বাসভবনে ঈদ উপহার বিতরণ করা হয়।এসময় ৫০ জন ছাত্রলীগ নেতাকর্মীদের ঈদের উপহার স্বরুপ ৫০ টি পাঞ্জাবি প্রদান করেন সীতাকুণ্ড উপজেলা সাংস্কৃতিক পরিষদের সভানেত্রী সুরাইয়া বাকের।
ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলান,মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিন রেহান,সীতাকুণ্ড পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ শোভন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মাকসুদ খান,ছাত্রনেতা রাজু,মীর মামুন,সাকিব,তানভীর,মাসুদ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।