শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন হয়েছেন সীতাকুন্ড উপজেলা। চট্টগ্রামের পনেরটি উপজেলা অংগ্রহন করে সীতাকুন্ড উপজেলার মধ্যে ৩২টি ইভেন্টে ৫৪ জন অংশগ্রহনকারী অংশগ্রহন করে। এতে ৯টি তে প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হয়। এ উপলক্ষ্যে গতকাল সোমবার বেলা ১২ টায় উপজেলা হল রুমে এক আলোচনা সভা ও চ্যাম্পিয়ন ট্রপি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যেমিক শিক্ষা অফিসার এস এম মোস্তফা আলম সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, ক্রীড়া শিক্ষক রিয়েল বড়ুয়া, ফারজানা চৌধুরী, টিপু সুলতান, ক্রীড়াবিদ সজল চন্দ্ৰ দে প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমরা পনেরটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হযয়ছি এটি আমাদের গৌরব, এ অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণ এবং যাবতীয় খেলার সরঞ্জাম ব্যবস্থা করবো।