অবৈধ বালু উত্তোলনের বিরোধ মেটাতে গিয়ে বারৈয়ারহাটের মেয়র গুলিবিদ্ধ

 অবৈধ বালু উত্তোলনের বিরোধ মেটাতে গিয়ে বারৈয়ারহাটের মেয়র গুলিবিদ্ধ

বারইয়ারহাট পৌরমেয়র রেজাউল করিম খোকন

ফেনী নদীর চট্টগ্রামের মিরসরাই-ফেনী অংশে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মিটাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বারইয়ারহাট পৌর সভার মেয়র রেজাউল করিম খোকন। এ সময় আহত হয়েছেন যুবলীগ নেতা সাঈদ খান দুখু (৩৫) ও আওয়ামী লীগ নেতা অসোক সেন (৪২) নামে আরও দুই ব্যক্তি। 

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা দিকে মুহুরি সেচ প্রকল্প সংলগ্ন ফেনী নদী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী মুহুরি নদীতে বালু উত্তোলন নিয়ে চেয়ারম্যান রিপনের লোকজনের সঙ্গে বিরোধ মীমাংসা করতে গেলে মেয়র রেজাউল করিম খোকন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে নিয়ে গেছে ।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিন জানান, রেজাউল করিম খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তিনি পেটে এবং শরীরের কয়েকটি স্থানে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, ‘মেয়র রেজাউল করিম খোকন গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাবো।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top