স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

শেখ নাদিম, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পুলিশ সীতাকুন্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের জেলে পাড়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় একটি লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

জানা যায়, সলিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর জেলে পাড়ার শিব দাশের পুত্র রামপদ দাশের (২৮) সাথে প্রায় ৪ বছর ধরে মনোমালিন্য চলছে স্ত্রীর। স্ত্রী নগরীর পতেঙ্গা এলাকায় বাবার বাড়িতে বসবাস করছিল। গতকাল সোমবার বিজয়াদশমী’র দিনে প্রতিমা বিসর্জন দিতে রামপদ দাশ পতেঙ্গা সমুদ্র সৈকতে গেলে সেখানে তার স্ত্রীকে অন্য আরেকজনের সাথে ঘুরতে দেখে। এ অবস্থায় সে বাড়িতে এসে রাতে অভিমানে ঘরের বীমের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দেয়। সকালে বাড়ির লোকজন দেখে পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড মডেল থানার এসআই আজহার ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে সলিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য নাছির উদ্দিন বলেন, মৃত রামপদ দাসের স্ত্রীর সাথে দাম্পত্য জীবনের কলহের কারণে সে অভিমানে আত্নহত্যা করে। ঘটনা জানার পর আমি থানায় অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

দায়িত্বরত পুলিশ অফিসার জানান, আমরা জানতে পারি ১০ নং ছলিমপুর ইউনিয়নের জেলে পাড়ায় এক জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, আমরা এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করি।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *