মানবিক সংগঠন “আলো”র চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।

সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি ।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে মানবিক উন্নয়ন সংগঠন আলো ।শিশু কিশোরদের প্রতিভা বিকাশে ও তাদের উৎসাহ উদ্দীপনা সৃষ্টিতে এমন আয়োজনের বিকল্প নেই ।অমর শহীদ দিবসে আলো সংগঠনের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছে সমাজ ও বিভিন্ন অঙ্গসংগঠন সমূহ ।তারা বলেন , মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা , এই বাংলা ভাষা আমাদের প্রাণ । কবিতা ,আবৃত্তি , গল্প , ও চিত্রকলায় এই দিবসের মর্মগাঁথা তুলে ধরতে হবে । এবং বর্তমান সময়ের সমাজের চিত্র চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুদের ফুটিয়ে তুলতে হবে । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কে কেন্দ্র করে ” আলো” সংগঠনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় দাবিদার রাখে সংগঠনের সভাপতি হারুনুর রশিদ ।২১ ই ফেব্রুয়ারী ভাষা দিবসে দক্ষিণ ইদিলপুর বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *