গুলিয়া খালী গ্রামে বাড়িতে বাড়িতে জিবাণু নাশক স্প্রে প্রয়োগ

গুলিয়াখালীতে বাড়ীতে বাড়ীতে জীবানুনাশক স্প্রে প্রয়োগ

সীতাকুন্ড প্রতিনিধি

যে যার অবস্হান থেকে বিশ্বব্যাপী মহামারী রূপ ধারনকৃত করোনা ভাইরাস থেকে গণমানুষকে বাঁচানোর লক্ষ্যে মানুষকে সচেতন করবার দৃঢ় অভিপ্রায়ে এবং এলাকার সাধারণ মানুষ যাদের ঘর দুয়ার স্প্রে করবার মত সামর্থ্য ও নেই তাদের পাশে দাঁড়িয়েছে গুলিয়াখালী ওয়ার্ডের মেম্বর এবং মুরাদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল আমীন শফি। সহযোগীতায় ছিলেন সমাজ উন্নয়ন সংগঠন ‘ গুলিয়াখালী যুব সমাজ’। জাহাঙ্গীর আলম মাষ্টার,সমাজ সেবক নুর আলম, হাসেম সওদাগর, আবুল কালাম, মোঃ রমজান, বাপ্পি, ইমতিয়াজ, নুরনবী,রাব্বি, অরমিদসহ গুলিয়াখালী ওয়ার্ডের সচেতন যুবকগণ। গুলিয়াখালীর প্রতিটি বাড়ীতে বাড়ীতে ঘরে ঘরে যেয়ে তারা জীবানুনাশক স্প্রে ছিঁটাই এবং সাধারণ মানুষকে কিভাবে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকা যায় সে বিষয়ে সচেতনতা সৃস্টির জন্য চেষ্টা চালায়। নুরুল আমীন শফি ও মোঃ রমজান আলী বলেন, আমরা আমাদের সীমাবদ্ধ পরিসরেও গণমানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি এবং তা করে যাব প্রানপ্রনে। সকলের তরে সকলেই আমরা – প্রত্যেকে আমরা পরের তরে এর বাস্তব প্রতিফলন চাই। তারা বলেন যে, রাস্ট্র ও সমাজের বিত্তশালী – ধনকূবের মানুষগুলো সরকার ও সমাজব্যবস্হার সাহার্যার্থে এগিয়ে আসা উচিৎ। লক ডাওনে জনজীবন বিপর্যস্হ হতে পারে। নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। মধ্যবিত্ত মানুষগুলো বড় অসহায়। তারা না হতে পেরেছে বিত্তশালী না হতে পেরেছে ভিখারী। তাদের দেখার কেহ নেই। না সরকার, না সমাজপতি, না বিত্ত বৈভবের মালিক না কোন প্রতিষ্ঠান। সম্ভব হলে মধ্যবিত্ত মানুষগুলোর প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃস্টি দেয়া উচিৎ।।