আলো ‘র উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আলো ‘র উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
———————————————————-

সীতাকুন্ড বার্তা প্রতিনিধি

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানবিক উন্নয়ন সংগঠন ” আলো” র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন হাসানের সভাপতিত্বে এবং আলো”র সাধারণ সম্পাদক মোঃ সাদেক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা জামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, বিশিষ্ট কবি ও সাংবাদিক আতাউল হাকিম আরিফ, আলো ‘র সভাপতি হারুন উর রশীদ,সংগঠক নাহিদ চৌধুরী, ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন জামসেদ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।বক্তাগণ একুশের তাৎপর্য তুলে ধরে বলেন শিশুদের বাংলাদেশের ইতিহাস জানতে হবে,গৌরবময় ইতিহাসের পাঠ থেকেই মূলত শিশুরা দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে থাকে।পাশাপাশি বিদ্যালয়ের ক্ষুদে ছাত্র-ছাত্রীদের শুদ্ধ বাংলা লিখতে ও পড়তে পারার উপর বিশেষ গুরুত্বরারোপ করেন।আলোচনা সভা শেষে আলো ‘র পক্ষ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান সহ প্রতিযোগিদের সকলকেই শুভেচ্ছা পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *