সীতাকুণ্ড উপজেলার সকল ইউনিয়নে কোভিড টিকা সপ্তাহ-১ম পর্যায় শুরু হবে ৭ আগষ্ট

সীতাকুণ্ড উপজেলার সকল ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডের (বর্তমান -১,২,৩) ২৫ বছরের উর্ধে সকল জনগনকে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার, নিজের স্মার্ট ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে সুরক্ষা এপসে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো। ১৮ বছরের উর্ধে সকলে এন আই ডির ফটোকপি নিয়ে আসলে টিকা নিতে পারবেন তবে রেজিষ্ট্রেশন করে আসলে নিজের জন্য ভালো।

বয়োজ্যেষ্ঠ ও মহিলাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে।

টিকা গ্রহিতা হচ্ছেনঃ –
শুধুমাত্র প্রতি ইউনিয়নের সাবেক ১নং (বর্তমানে ১,২,৩) ওয়ার্ডের জনগন। পরবর্তী পর্যায়ে অনান্য ওয়ার্ডে দেয়া হবে।
টিকা প্রদানের স্থান ও দিনঃ-
শনিবার, সোমবার ও মঙ্গলবার
১. মুরাদপুরঃ ভাটেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
২. বাড়বকুণ্ডঃ মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয়।
৩.বাঁশবাড়ীয়াঃ রহমতের পাড়া কমিউনিটি ক্লিনিক।
শনিবার, রবিবার ও বুধবার
৪.কুমিরাঃ মসজ্জিদ্দা উচ্চ বিদ্যালয়।
৫.ভাটিয়ারীঃ হাজী টি এস সি উচ্চ বিদ্যালয়।
৬.সলিমপুরঃ উত্তর সলিমপুর প্রথমিক বিদ্যালয়
৭. সোনাইছড়িঃ দক্ষিন ঘোড়ামাড়া প্রাথমিক বিদ্যালয়
রবিবার, সোমবার ও বুধবার
৮.সৈয়দপুরঃ দক্ষিন বগাচতর মাষ্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৯.বারৈয়ঢালাঃ তাহের মনজুর কলেজ পূর্ব লালা নগর
১০.সীতাকুণ্ড পৌরসভাঃ শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সময়ঃ সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা।
টিকা গ্রহনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস –
ক) ২৫ বছর উর্ধে সবাইকে টিকা কার্ডের ২কপি + এনআইডির ১কপি
বি.দ্র.- কোন মেসেজ দেখাতে হবে না।
খ) ১৮ বছর উর্ধে বয়সীদের শুধুমাত্র এনআইডির ১কপি।
এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্বের নিয়মে যথারীতি টিকা প্রদান চলমান থাকবে।

তথ্য সূত্রঃ ডাক্তার নুরুদ্দিন রাশেদ, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ( টিএইচও)


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *