সীতাকুণ্ডে পুকুর ভরাটের অভিযোগে জরিমানা করা হয় লাখ টাকা

শেখ নাদিম, বার্তা প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার (২৭মে) ২১ইং বিকালে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর মদনহাট এলাকায় পুকুর ভরাট করার অভিযোগে অভিযুক্ত স্থানীয় শিল্পপতি এসএল ষ্টিলের মালিক মোঃ লোকমাম হোসেনকে
১ লাখ টাকা জরিমানা করা হয়।

সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় পুকুর ভরাট করার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়৷ এ সময় পুকুর ভরাটের অভিযোগের সত্যতা পাওয়া যায় যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারার অপরাধে অভিযোগে অভিযুক্ত
স্থানীয় শিল্পপতি এসএল ষ্টিলের মালিক মোঃ লোকমান হোসেনকে ১৫(১) ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম বলেন,
আমরা অভিযোগ পাই সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় শত বছরের পুরাতন পুকুর ভরাট করা হচ্ছে, সরজমিনে এসে আমরা সত্যতা পাই যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারার অপরাধে অভিযুক্ত মোঃ
স্থানীয় শিল্পপতি এসএল ষ্টিলের মালিক লোকমান হোসেনকে ১৫(১) ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *