সীতাকুণ্ডে বারামখানার সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি:-

২৮ আগস্ট শুক্রবার সকাল ১০ ঘটিকায় মুজিববর্ষ উপলক্ষে সীতাকুণ্ডের মানবিক সংগঠন ইপসার সহযোগীতায় সীতাকুণ্ড ডিগ্রী কলেজ শহীদ মিনার ও বঙ্গবন্ধু প্রতিকৃতি প্রাঙ্গণে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বারামখানার সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম বাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর মেয়র বীরমুক্তযোদ্ধা বদিউল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সাংস্কৃতিক পরিষদের সভানেত্রী সুরাইয়া বাকের,৮ নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান,উপদেষ্টা মুন্নি সেন,সিনিয়র সদস্য পরিবার পরিকল্পনা পরিদর্শক হারুনুর রসিদ, সংগঠনের সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী দীপ্ত সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সভাপতি নাহিদ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে অতিথিদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়,বঙ্গবন্ধুকে নিয়ে দুটি কবিতা আবৃত্তি করেন সংগঠনের সদস্য রোদসী ও পাতা এরপর উদ্বোধক মেয়র বদিউল আলম বক্তব্যের মাধ্যমে উদ্বোধন ঘোষনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে আ ম ম দিলসাদ বলেন
বারামখানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে আমি শুরু থেকেই পৃষ্ঠপোষকতা করে আসছি এবং তারা সীতাকুণ্ডে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রগামী একটি সংগঠন।তাদের সকল কাজে সমাজের বৃত্তবানদের সহযোগীতার আহবান জানান।জাতির পিতা বঙ্গবন্ধুর শতবর্ষকে স্মরণে রেখে তাদের এ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা কামনা করেন।
আরও বক্তব্য রাখেন সীতাকুন্ড সাংস্কৃতিক পরিষদের সভানেত্রী সুরাইয়া বাকের,কাউন্সিলর মফিজুর রহমান,উপদেষ্টা মুন্নি সেন।

“সুস্থ যদি থাকতে চান ভেষজগুণ গাছ লাগান ” প্রাণে যদি বাঁচতে চান ভেষজ গাছে দেশ সাজান”
“এই প্রতিপাদ্যকে সমনে রেখে আমলকি, হরিতকি,বহেরা,সজিনা,অর্জুন,নিম জাতিয় গাছ রোপণ করা হয় এবং সপ্তাহব্যাপী এ কর্মসূচী চলবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান,মসজিদ,মন্দীর প্রাঙ্গণ,বিভিন্ন সরকারি পরিত্যাক্ত জমি,রাস্তার ধারে ও এলাকার জনগনের বাড়ির আঙ্গিনায়।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *