আলো মানবিক উন্নয়ন সংগঠনের অন্যরকম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


বার্তা ডেস্কঃ

সীতাকুণ্ডের অন্যতম সামাজিক সংগঠন আলো মানবিক উন্নয়ন সংগঠন ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অন্যরকম আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন করেছে। সংগঠনটির পঞ্চম বর্ষে পদার্পণ ও চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সমাজের হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শারীরিক সহায়ক উপকরণ বিতরণের আয়োজন করে নেতৃবৃন্দ। ৮ জানুয়ারি শুক্রবার বিকাল তিনটায় সীতাকুণ্ড পৌরসভা অডিটোরিয়ামে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২য় বারের মতো নব নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সিনিয়র সহ সভাপতি বেলাল হোসেন, আলো সংগঠনের উপদেষ্টা মাওলানা জামাল উল্লাহ, উপদেষ্টা খোরশেদ আলম, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মাসুম সামজাদ, দিশারি যুব ফাউন্ডেশন এর চেয়ারম্যান এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু। অনুষ্ঠানে আলো সংগঠনের সভাপতি হারুন উর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সাদেক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মণিষার প্রধান নির্বাহী আজমল হোসেন হিরু, কবি আতাউল হাকিম আরিফ, সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির এডমিন কামরুল ইসলাম, সীতাকুণ্ড বার্তার সম্পাদক নাহিদ চৌধুরী, সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি সাংবাদিক এম কে মনির, বারামখানার সদস্য সচিব দীপ্ত, প্রথম প্রহর ফাউন্ডেশনের সেক্রেটারি ফখরুল ইসলাম সোহেল, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি নুরন্নবী, সেক্রেটারি জয়নাল আবেদীন, আলো’র সহ সভাপতি ইব্রাহীম বাবুল, সদস্য সালাউদ্দিন হাসান, হেলাল উদ্দিন, সাইফুদ্দিন, জাহিদুল ইসলাম, মিলাদুন্নবী, আনসারা বেগম, কামরুন নাহার, কণিকা চক্রবর্তী, স্বপ্না রানি দাস প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আলো মানবিক উন্নয়ন সংগঠন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের সেবায় এ সংগঠনের অবদান অসামান্য। আলো মানে সমাজের বঞ্চিত ও চাহিদা সম্পন্ন মানুষগুলোর অন্ধকার জীবনে আলো ছড়ানো। আশা করি মানুষের সেবার মাধ্যমে আলো তার মানসিকতার প্রকাশ ঘটাবে।

অনুষ্ঠানে কম্বল, সাদা ছড়ি, ক্রেপ্স, মাস্ক, শাড়ি, শার্টসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

সূত্রঃ দৈনিক পূর্ব বাংলা


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *