জেনে নিন ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখার উপায়

আধুনিক বিশ্বে সবকিছুই এখন হাতের মুঠোয়। প্রায় প্রত্যেকের কাছেই রয়েছে স্মার্টফোন। যাদের অধিকাংশেরই রয়েছে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল। এর মধ্যে অনেক ভূয়া প্রোফাইলও রয়েছে। যা দিয়ে বিভিন্ন সাইবার ক্রাইম করা হয়ে থাকে। তাই নিজের প্রোফাইল নিরাপদ রাখা বেশ গুরত্বপূ্র্ণ। তাই চলুন জেনে নেয়া যাক ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল নিরাপদ ও সুরক্ষিত রাখার বিভিন্ন কৌশল সম্পর্কে।

১) ফেসবুক সেটিংসে ‘সিকিউর ব্রাউজিং’ অপশন রয়েছে। ওই অপশনে ঢুকতে হবে এবং ‘ব্রাউজ ফেসবুক অন অ্যা সিকিউর কানেকশন (এইচটিটিপিএস) হোয়েন পসিবল’ বক্স চেক করতে হবে।

২) সেটিংসের পরের অপশনে ‘লগইন নোটিফিকেশনস’ রয়েছে। ওই অপশনে কতগুলো বক্স পাওয়া যায়। সেগুলো চেক করতে হবে। এক্ষেত্রে যদি কেউ অন্যের প্রোফাইলে ঢুকতে চেষ্টা করে, তাহলে প্রোফাইলের মালিকের কাছে একটি বার্তা যাবে। এতে ব্রাউজার নাম, কম্পিউটার অপারেটিং সিস্টেমও জানিয়ে দেয়া হয়। যা প্রোফাইলকে নিরাপদ রাখে।

৩) তৃতীয় অপশন সিকিউরিটিতে ‘লগইন অ্যাপ্রোভালস’ রয়েছে। সেটার এডিট অপশনে ক্লিক করার পর ‘রিকয়ার অ্যা সিকিউরিটি কোড টু অ্যাকসেস মাই অ্যাকাউন্ট ফ্রম আননোন ব্রাউজারস’ বক্স পাওয়া যাবে। সেখানে ‘লগইন অ্যাপ্রোভালস ইজ অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি দ্যাট ইউজেস ইওর ফোন টু প্রটেক্ট ইওর অ্যাকাউন্ট’ লেখা একটি বক্স আসবে। বক্সটির ‘গেট স্টারটেড’ লেখায় ক্লিক করতে হবে। এতে প্রোফাইল নিরাপদ থাকবে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *