চরম হুমকির মুখে ভাটিয়ারীর ইউনিয়নের জাহানাবাদ গ্রাম।

সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ চরম হুমকির মুখে।

সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি।

সীতাকুণ্ডে ভাটিয়ারীয়ারি ইউনিয়নের জাহানাবাদ গ্রাম চরম হুমকির মুখে পড়েছে। কেএসআরএম (KSRM) শীপ ইয়ার্ড বাতাসে উড়ে আসা বিষাক্ত পাউডার এই অঞ্চলের অধিবাসীদের জীবন শঙ্কায় ফেলার পাশাপাশি এই অঞ্চলের পরিবেশকে বিষিয়ে তুলছে। কেএসআরএম (KSRM) শীপ ইয়ার্ড থেকে বিষাক্ত পাউডার বাতাসে উড়ে এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। এতে মারাত্মক জীবনঝুঁকির মধ্যে পড়েছেন ভাটিয়ারির জাহানাবাদ গ্রামবাসী।পরিবেশ দূষণের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি নানান রোগে ভুক্তভোগীরা এর জন্য এই প্রতিষ্ঠানটিকে দায়ি করেছেন। তাদের মতে, বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ নানানভাবে মানুষের ক্ষতি করছে। পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত করে। পানি দূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন।দৈনিক চট্টগ্রামের প্রতিনিধিকে এলাকাবাসী বলেন, আমরা প্রতিদিন এসব বিষাক্ত রাসায়নিক পদার্থ গ্রহণ করছি। গোসল করা, কাপড় চোপড় ধোঁয়া, থালা-বাসনসহ বিভিন্ন ধরণের কাজ আমরা পুকুরে করে থাকি। তারা বলেন, এখানকার পুকুরগুলো দূষিত হয়ে অনিরাপদ হয়ে যাচ্ছে কারখানাটির বর্জে ্য। যদি এই অবস্থা হয় তাহলে আমরা পানি কোত্থেকে পাবো? এই বিষয়ে এলাকাবাসী ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *