অল্পের জন্য প্রাণে বাঁচলেন আর্জেন্টাইন গোলরক্ষক

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বেষ্টনীতে আঘাত করায় তার গাড়িটি চুরমার হয়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। সোমবার ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, তুষারপাতের কারণে রোমেরোর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বেষ্টনীতে আঘাত হানে। এতে চোট পেলেও অক্ষত রয়েছেন তিনি।

এদিকে রোমেরোর দুর্ঘটনা কবলিত দুমড়ানো মুচড়ানো গাড়ির একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আর্জেন্টাইন সমর্থকরা উৎকণ্ঠা প্রকাশ করেন। এ নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড জানায়, রোমেরোর কোনোরকম ইনজুরি হয়নি। আজ বুধবার বার্নলির বিপক্ষে মাঠে নামার প্রস্ততি নিচ্ছেন, দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি।

সার্জিও রোমেরো ম্যানইউতে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে থাকলেও কাপ টুর্নামেন্টে প্রায়ই তাকে প্রথম একাদশে দেখা যায়। লিগ ম্যাচেও ডেভিড ডি গিয়ার বদলে খেলে থাকেন তিনি।

২০১৫ সালে ক্লাবে যোগ দেয়া রোমেরো চলতি মৌসুমে এ পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে ৫৪টি ম্যাচ খেলে দলকে ইএফএল কাপ, এফএ কাপ ও ইউরোপা লিগ জিততে সাহায্য করেছেন রোমেরা। Last Updated: 22 January 2020


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *