হাঁটাহাঁটিরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

সারা বিশ্বে পথচারীদের হাঁটাহাঁটির সময় মোবাইলফোনের স্কিনে আটকে থাকতে দেখা যায়; প্রায়শই তারা উদাসীন থাকে তাদের চারপাশের পরিবেশ নিয়ে। গতকাল জাপানের টোকিওর এক উপশহরে প্রথম এই অভ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ইয়ামাতো শহরের রেলস্টেশনে যাত্রীরা পৌঁছার পর নতুন নিষেধাজ্ঞার কথা প্রচার করতে শুনা যায়, যা পাবলিক সড়ক, স্কোয়ার ও পার্ক এর আশপাশের পদযাত্রার ক্ষেত্রে প্রযোজ্য।

“হাঁটার সময় স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ। দয়া করে আপনার স্মার্ট ফোন ব্যবহার করুন আপনার হাঁটা থামানোর পর,” একটি রেকর্ডকৃত মহিলা কণ্ঠস্বর এভাবে সতর্ক করছে যাত্রীদের।

যারা তাদের ফোনের স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হতে পারছেন না তাদের জন্য আপাতত কোনো শাস্তি নেই কিন্তু ২,৪০,০০০ মানুষের উপশহরটি চায় এই অধ্যাদেশ ব্যবহার করতে মূলত হাঁটার সময় স্ক্রোলিং এর বিপদসমূহ তুলে ধরতে।

অনুবাদে: প্রবীর নন্দী 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *