সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্টের উদ্যোগে লিফলেট বিতরণ ও হ্যান্ড ওয়াশ কর্মসূচি

সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্টের উদ্যোগে লিফলেট বিতরণ ও হ্যান্ড ওয়াশ কর্মসূচি।

সীতাকুণ্ড প্রতিনিধি

করোনা প্রতিরোধে সতর্ক হওয়া প্রয়োজন । সচেতনতা কমাতে পারে কভিড-১৯ আক্রান্তদের সংখ্যা ।এটি কোন সাধারণ মহামারী ভাইরাস নয়।তাই সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন ।

আজ ২৩ মার্চ সোমবার সকাল দশ ঘটিকায় সীতাকুণ্ডে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে হাত ধোয়া কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।হাত ধোয়ার কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন সীতাকুণ্ড সিকিউরিটি সিটি কম্পেলেক্স ।

উক্ত হ্যান্ড ওয়াশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্টের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (সীতাকুণ্ড নিউজ২৪.কম), সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি ( দৈনিক দিনকাল ) , মোঃ মোসলেম উদ্দিন ( দেশ বার্তা ), সীতাকুণ্ড পৌর সদর বাজার কমিটির সভাপতি বেলাল হোসেন ( প্রীতি এন্টারপ্রাইজ) , এমকে মনির ( সাপ্তাহিক সীতাকুণ্ড ) সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ মোসলেহ উদ্দিন সীতাকুণ্ড বার্তা কে বলেন , করোনা আতংকে সারাবিশ্ব ।সেই পরিপ্রেক্ষিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা এই কর্মসূচি পালন করেছি । আতংকিত না হয়ে সতর্ক থাকুন ।গুজবে কান না দিয়ে সচেতন হোন । পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন । কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ ।মুখে মাস্ক ব্যবহার করতে হবে।
করোনা প্রতিরোধে আমাদের করণীয় যথাযথভাবে পালন করতে হবে ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *