দিশারী যুব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি,মাস্ক ও ক্যাপ বিতরণ সম্পন্ন

মোঃ জয়নাল আবেদীন সীতাকুণ্ড প্রতিনিধি

দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে মাস্ক ও ক্যাপ বিতরণ করা হয়েছে। পরিবেশের সৌন্দর্য রক্ষায় গাছ রোপণের পাশাপাশি সংগঠনের সদস্যরা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করেন।

২৯ শে আগস্ট শনিবার সকাল দশটায় সীতাকুন্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসেন লাভলুর সভাপতিত্বে ও মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সীতাকুণ্ড সাংস্কৃতিক পরিষদের সভানেত্রী সুরাইয়া বাঁকের, বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড ডিগ্রি কলেজ গভর্নিং বোর্ডের সাবেক সদস্য মোঃ খোরশেদ আলম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫,বি-৪ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক লিও জাহিদ হাসান আজাদ প্রিমন,লিও জেলার রিজিয়ন ডিরেক্টর হেডকোয়ার্টার লিও আরাফাত ইলাহী,লিও নুরুল আমিন সহ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুরাইয়া বাঁকের বলেন, আমি একজন সাংস্কৃতিকমনা মানুষ।আমি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ভালোবাসি। দিশারী ফাউন্ডেশন বাংলাদেশের সফলতা কামনা করছি।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে করোনা দুর্যোগ মোকাবেলায় বিশেষ অবদানের জন্য দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক এসময় প্রধান অতিথি সুরাইয়া বাঁকের কে সম্মাননা সনদ প্রদান করা হয়।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *